
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাতে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
পরে সকালে সিএমপি কমিশনার ইকবাল সাংবাদিকদের জানান, যে স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে সেটি জামায়াত শিবির অধ্যুষিত এলাকা। ঘটনার সাথে শিবিরের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রোববার সকালে মিতু আক্তারকে ওআর নিজাম রোডে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় তারা। এ ঘটনায় রাতে তিনজনের বিবরণ উল্লেখ করে পাচলাইশ থানায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ।