
এটিএন বাংলা ডেস্ক: জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার হজে যাবেন ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন।
সরকারিভাবে যাবেন ৫ হাজার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর পশু কোরবানি না দিলে খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী, সচিব ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।