
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ ( ২২ মে, রবিবার) সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচারিত হবে স্বাস্থ্য-তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’। ডা. সহেলী আহমেদ সুইটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কুইন রহমান। অনুষ্ঠানটি এটিএন বাংলার ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের শরীরে বাসা বাধে নানা রকমের রোগ-ব্যাধি। এসব রোগের লক্ষন এবং রোগ সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হয় ডাক্তারের কাছে। এমন অনেক সমস্যা রয়েছে যেগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দেইনা এবং ছোটখাটো সমস্যায় ডাক্তারের কাছে যাওয়া হয়না। এর ফলে আমাদেরকে কঠিন শারীরিক সমস্যায় পড়তে হয়। রোগ মুক্তির জন্য একেক রোগের রয়েছে এক এক ধরনের চিকিৎসা। আর বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়না। মূলতঃ এসব বিষয় মাথায় রেখেই এটিএন বাংলার স্বাস্থ্য তথ্য বিষয়ক নিয়মিত এই আয়োজন।
সুস্থ থাকুন অনুষ্ঠানের প্রতিটি পর্বে দেশ বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তার দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিয়ে থাকেন। প্রতি পর্বে নির্দিষ্ট একটি রোগ নিয়ে অনুষ্ঠানে আগত অতিথি আলোচনা করে থাকেন। রোগের লক্ষন, কারণ ও প্রতিকার নিয়ে উপস্থাপকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব রোগ সম্পর্কে দর্শকরা ডাক্তারের কাছে ফোন করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান সর্ম্পকে জানতেও পারেন। বিশেষজ্ঞ ডাক্তারগণ টেলিফোনে অংশ নেয়া এসব দর্শকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। টেলিফোনে অংশ নেয়া দর্শকদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য সরসরি ফোন করা যাবে এই নম্বারে- ০৪৪৭৬০৫৫৫৫৫, ০৪৪৭৬০৫৫৫৫৬, ০৪৪৭৬০৫৫৫৫৮।