স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’

স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বান্দরবানের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির ৭৯ সদস্য।

বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা বাজারে এমএনপির সদস্যরা আত্মসমর্পণ করেন।

এমএনডিপির দুটি গ্রুপের মোট ৭৯ সদস্য ৫২টির মত অস্ত্র জমা দেয়। অস্ত্রগুলো দিয়ে এমএনপির সদস্যরা বান্দরবানে লামা, আলীকদম ও থানছি উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো।

২০১১ সালে ম্রো ন্যাশনাল ডিফেন্স  সংগঠনটি গড়ে উঠে । এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংগঠনটির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে পড়লে তাদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মত খুন হয়।

এছাড়া মুক্তিপণের জন্যও বেশ কয়েকজন ব্যবসায়ী সংগঠনটির সদস্যদের হাতে নিহত হয়।

গত বছরের প্রথম দিকে সন্ত্রাসী এই সংগঠনটির সদস্যরা পেরোয়া হয়ে উঠলে সেনাবাহিনী বান্দরবানের আলীকদম ও থানছি উপজেলায় ব্যাপক অভিযান চালায়।