
এটিএন বাংলা ডেস্ক:
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ দিবসের অনুষ্ঠানমালায় রয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, নাটক, টেলিফিল্ম, প্রামাণ্য অনুষ্ঠান, তথ্যচিত্র, নৃত্যানুষ্ঠান এবং শিশু-কিশোরদের কুচকাওয়াজ। ২৬শে মার্চ সকাল ৭.৩০ মিনিটে প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান। ৮.৩০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শিশু-কিশোরদের কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করা হবে ৯.১৫ মিনিটে। ১০.৩৫ মিনিটে প্রচারিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাবেয়া’। দুপুর ৩.১৫ মিনিটে প্রচারিত হবে ড. মাহফুজুর রহমান পরিচালিত প্রামাণ্য অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’। তথ্যচিত্র ‘সাকিন বাংলাদেশ’ প্রচারিত হবে বিকাল ৫.২০ মিনিটে। পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। নাহিদ রহমান পরিচালিত নৃত্যানুষ্ঠান ‘জাগো বাংলাদেশ’ প্রচারিত হবে সন্ধ্যা ৬.১৫ মিনিটে। রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘জন্ম’। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম। ৯.১৫ মিনিটে প্রচারিত হবে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মিত সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। অনুষ্ঠানে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, শাম্মী আক্তার, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রফিকুল আলম, ফাহমিদা নবী, নির্ঝর ও প্রতীক হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম। রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’। গাজী ফারুকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, অরিণ, আন্না, সাগর, আশিক চৌধুরী, হান্নান শেলী, শাহেনা আক্তার, শম্পা নিজাম, হিরা ও শিশু শিল্পী জারা।