
আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের ৪১ বছরের ইতিহাসে কখনই ফাইনালে উঠতে পারেনি আল-নাসর। তবে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর বদৌলতে তারাই আজ শিরোপা জিততে স্বপ্নের ফাইনালে মাঠে নামবে। নিজেদের ক্লাব ইতিহাসে বহুল কাঙ্ক্ষিত অভিষেক শিরোপা থেকে এক জয় দূরে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্লাবটি।
শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ সৌদি প্রো লিগের চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলাল। এ শিরোপা জিতলে সৌদি আরবে প্রথম শিরোপার স্বাদ পাবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ সুপারস্টার।
আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের চলতি আসরে এখন পর্যন্ত চার গোল দিয়ে সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো। সেমিফাইনালে সিআরসেভেনের একমাত্র গোলেই আল-শরতাকে হারিয়ে টুর্নামেন্টটিতে প্রথমবার ফাইনালে উঠে আল-নাসর। এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তারা।
এদিকে আরেক ফাইনালিস্ট আল-হিলাল সেমিফাইনালে আল-শাবাবকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। সবশেষ ২০১৯ সালে রানার্সআপ হয়েছিল সৌদি এ ক্লাবটি। নিজেদের শেষ পাঁচ দেখায় আল-হিলালের ৩ জয়ের বিপরীতে আল-নাসর জিতেছে মাত্র একটিতে। আর ড্র হয়েছে এক ম্যাচ।
ইপিএল কিংবা লা লিগা নিয়ে সমর্থকের মধ্যে যে উত্তেজনা দেখা যায় সে তুলনায় সৌদি লিগ পিছিয়ে আছে অনেকখানি। তবে প্রশ্ন যখন ফুটবলের ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তখন সমর্থকরা উত্তরটাও খুঁজে নিয়েছেন নিজেদের মতো করেই। হোক না সৌদি লিগ! তবে সমর্থকদের মধ্যে নিজেদের আইডলের দলের ফাইনাল খেলা দেখা নিয়ে আগ্রহে ভাটা পড়েনি একটুও।
কিছুদিন আগেই বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। যাকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন রোনালদো নিজেও। দুই তারকার মিশেলে আল নাসর শিরোপা নিজেদের ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার পালা।