
অতিথি- শহীদুজ্জামান সেলিম।
উপস্থাপনা- নাবিলা, পরিচালনা- রুমানা আফরোজ
প্রচার- ১০ নভেম্বর, রাত ৮.৪০ মিনিট।
এটিএন বাংলায় আজ (১০ নভেম্বর) রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘স্টার মোমেন্টস’। নাবিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। ‘স্টার মোমেন্টস’ অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম।
ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে রয়েছে ছোট ছোট বেশ কিছু সেগমেন্ট। সঞ্চালকের সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে আসবে অনেক অজানা কথা। দর্শকরা জানতে পারবেন তারকার বর্তমান ব্যস্ততা, খাওয়া-দাওয়া, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, নতুন অবস্থায় কাজের চ্যালেঞ্জ, স্টেজ পারফর্মেন্স, ঝটপট প্রশ্নত্তোর, জীবনের চাওয়া, প্রাপ্তির সমীকরণ ইত্যাদি।