সেন্সর ছাড়পত্র পেল অপূর্ব-রানার ‘পুড়ে যায় মন’

এটিএনবাংলা ডেস্কঃ
যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত সিনেমা ‘পুড়ে যায় মন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে রোববার ২৯ নভেম্বর ।এতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমনি , মিজু আহমেদ, আলীরাজ, শরীফ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী ও ইমরান।
পরিচালক রানা বলেন, ‘আজই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে। এখন ছবিটির মুক্তি দিতে কোনো বাঁধা নাই। খুব শিগগিরি সিনেমাটি মুক্তি প্রক্রিয়া শুরু করব। আর তা-হলে এটিই হবে সাইমন-পরীর জুটির প্রথম মুক্তি পাওয়া ছবি।’
গত ২৫ অক্টোবর সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সনি ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজিত পুড়ে যায় মন সিনেমার গল্পে দেখা যাবে- একই এলাকায় জন্ম সাইমন ও পরীমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছে তারা। একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম! দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় পরী-সাইমন। তবে তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরীমনিকে ছাড়া পাগল প্রায়।