সুষ্ঠু হলে ৯০ ভাগেই জয়ী হতো বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সুষ্ঠু হলে শতকরা ৯০ ভাগ ইউনিয়ন পরিষদে জয়লাভ করতো বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চতুর্থ দফা নির্বাচনেও ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়ার নেতৃত্বে কয়েকটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। মায়া আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পর প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আর মারবেন না কেন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও তার মন্ত্রীত্ব বহাল আছে। তার কাছে গণতন্ত্রই কি আর নির্বাচনই বা কী।’