
এটিএন বাংলা ডেস্ক:
সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে, যৌথভাবে বিমান হামলা চালানোর বিষয়ে রাশিয়ার দেয়া প্রস্তাব নাকোচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের পৃথক সামরিক উদ্দেশ্যের কথা জানিয়ে পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, সিরিয়ায় কোনো অপারেশনে আমরা রাশিয়াকে সহযোগিতা করব না।
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাজিত করাই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য জানিয়ে পেন্টাগনের মুখপাত্র বলেন, রাশিয়া আসাদ সরকারকে সহযোগিতা করছে, আর আমরা জঙ্গি নির্মূলে যুদ্ধ করছি।
তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা থাকলে যৌথভাবে সিরিয়া সংকট জিইয়ে রাখা সন্ত্রাসীদের থামানো সম্ভব।