এটিএন বাংলা ডেস্ক: সিরিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত হাসাসকাহ প্রদেশের একটি শহরে এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
তেল তামের শহরের একটি স্বাস্থ্য কেন্দ্র ও একটি সবজি বাজারের সামনে ট্রাকে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।