
অনলাইন ডেস্ক:
সিরিয়ায় গত পাঁচ বছরের সরকার নিয়ন্ত্রিত কারাগারগুলোতে নির্যাতন ও খাদ্যাভাবে ৬০ হাজারের বেশি বন্দির মৃত্যু হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের কর্মকর্তা রামি আবদেল রাহমান বলেছেন, সিরিয়ার কারাগারগুলোতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ২০১১ সাল থেকে এ পর্যন্ত, সরকারি বাহিনীর নির্যাতন, অপর্যাপ্ত খাদ্য এবং ওষুধের অভাবে এতো বন্দির মৃত্যু হয়েছে।
এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য গবেষক নাদিম হাউরিও একই সংখ্যার বন্দি মারা গেছেন বলে জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, সিরিয়ার কারাগারগুলোতে বন্দিদের ওপর সরকারি সংস্থাগুলো নিষ্ঠুর নির্যাতন চালায়। নির্যাতনের কারণেই বেশিরভাগ বন্দি মারা গেছে বলে তিনি জানান।
এর আগে গত ডিসেম্বরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদনে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত কারাগারগুলোতে, ২৮ হাজার বন্দির মৃত্যুর কথা বলা হয়েছিলো। ওই প্রতিবেদনে সিরিয়া সরকারের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগও আনা হয়। জাতিসংঘের তথ্যমতে, গত পাঁচ বছরের যুদ্ধে সিরিয়ায় ৪ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।