সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে

ঢাকায় ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত সন্দেহে আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মতিনকে বৃহস্পতিবার দুপুরে সিএমএমকোর্টে হাজির করানো হয়; পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতিনের পরিবারের অভিযোগ, বেশ কয়েক দিন আগেই তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে, পুলিশ বলছে, ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোলের বড়-আঁচড়া এলাকায় থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মতিনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক-পাড়া গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেল্লা। প্রায় ১ মাস পর গত ২৬ অক্টোবর এ হত্যায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

কথিত এক বড়ভাইয়ের নির্দেশে অর্থের বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও পুলিশের দাবি।