সামিয়া জাহান এর একক সঙ্গীতানুষ্ঠান ‘সেই অনুভূতি’

এটিএন বাংলা ডেস্ক:

প্রচার- ঈদের চতুর্থদিন, রাত ১০টা ৪০মিনিট।

ঈদ উল আযহা উপলক্ষে এটিএন বাংলায় এবার প্রচার হবে ৮ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের আগেরদিন থেকে ঈদের সপ্তম দিন মধ্যরাত পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থদিন প্রচার হবে শিল্পী সামিয়ার একক সঙ্গীতানুষ্ঠান। উল্লেখ্য এবারের ঈদে বাজারে আসছে শিল্পী সামিয়ার নতুন ভিডিও অ্যালবাম। এ অ্যালবামের গানগুলো নিয়েই তৈরি হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠান। বিএফডিসির এটিএন বাংলা স্টুডিও সহ দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে গানের সাথে নৃত্যও উপহার দিয়েশেন দর্শকদের। অনুষ্ঠানের গানগুলো হলো নেশা নেশা, আগুন পাখি, কাঁচা বাশে আগুন চাই (ধারকে দিল), ঘুম আসেনা, কোন দেশে যাওগো মাঝি, বিষ ঢালে এ শহর, প্রেমের সেল ফোন, সেই অনুভূতি, ভালোবাসার লোকাল ট্রেন এবং কি কইরা বন্ধু। মুকাদ্দেম বাবুর প্রযোজনায় একক সঙ্গীতানুষ্ঠান ‘সেই অনুভূতি’ প্রচার হবে ঈদের চতুর্থদিন, রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলায়।