সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘ছুঁয়ে দাও আমায়’

এটিএন বাংলা ডেস্ক:

ঈদ উল ফিতর উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের আগেরদিন সন্ধ্যা ৭টার সংবাদের পর থেকে ঈদের ষষ্ঠদিন মধ্যরাত পর্যন্ত প্রচার হবে এসব অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থ দিন প্রচার হবে শিল্পী সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘ছুঁয়ে দাও আমায়’ । উল্লেখ্য এবারের ঈদে বাজারে আসছে শিল্পী সামিয়ার নতুন ভিডিও অ্যালবাম ‘ছুঁয়ে দাও আমায়’ । অ্যালবামের গানের কথা লিখেছেন মোহাম্মদ ইকবাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। এ অ্যালবামের গানগুলো নিয়েই তৈরি হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠান। বিএফডিসির এটিএন বাংলা স্টুডিও সহ দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি বাফা’র শিল্পীদের সঙ্গে নিয়ে নিজেই নেচেছেন। অনুষ্ঠানের গানগুলো হলো- আসল জিনিস, আম পাতা জোড়া জোড়া, একটা ছেলে বারে বারে ফেসবুকেতে অফার করে, বাংগালী পোলারে একশো টাকা তোলারে, একটা দুষ্টু ছেলের মিষ্টি প্রেমে, এক চোখে তাকালে, আমার নাম ক্লিওপেট্রা, একটা প্রেমিক যে দরকার, মুখে মুখে যত বলি এবং যদি ছুঁয়ে দাও তুমি আমাকে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের চতুর্থদিন রাত ১০টা ৪৫মিনিটে।