সামাজিক যোগাযোগের সব অ্যাপ খুলছে

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম ও অ্যাপ খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তারানা হালিমসোমববার বিকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকার সময়ে তরুণ প্রজন্ম ‘যে ত্যাগ স্বীকার’ করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানান তারানা।

সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হয়। এর ৩ দিনের মাথায় টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হয়।

তবে সোমবার দুপুরে টুইটার, স্কাইপ, ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রকার নির্দেশনা নেই বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ।

দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটে সন্ত্রাসী-জঙ্গিদের যোগাযোগ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়।