সাত দিনের রিমান্ডে আসলাম চৌধুরি

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি নেতা আসলাম চৌধুরীর আবারো সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার মহানগর হাকিম গোলাম নবীর আদালতে আসলাম চৌধুরীর আইনজীবীরা তার জামিন আবেদন করেন। আর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বিষয়টি সোমবার আদালতে উঠলেও শুনানি পিছিয়ে মঙ্গলবারে আসে।

ইসরায়েলি রাজনীতিক মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতে আসলাম চৌধুরীর বৈঠকের খবর ফাঁস হলে, তাঁর বিরুদ্ধে সরকারের পতনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

পরে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনে, সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়াও, মতিঝিল ও লালবাগ থানায় নাশকতার আরো দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন রয়েছে পুলিশের। আগামী ৬ জুন এ বিষয়ে শুনানি হবে।