সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘বাণিজ্যমেলা প্রতিদিন’

এটিএন বাংলা ডেস্ক:

প্রতি বছরের মতো এ বছরও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৭ উপলক্ষে মাসব্যাপি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানটি মেলা প্রঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ‘বাণিজ্যমেলা প্রতিদিন’ শিরোনামের অনুষ্ঠানটি শনি ও বৃহস্পবিার বেলা ১২.২০ মিনিটে এবং রবি থেকে বুধবার বিকাল ৩.৪৫ মিনিটে প্রচার হবে। মোহাম্মদ নূরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।

মেলা প্রাঙ্গণে প্রতিদিন ঘটে চলা বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এছাড়াও মেলা প্রাঙ্গণে অবস্থিত এটিএন বাংলা’র স্টুডিওতে অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকবেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি। মেলা উপলক্ষে কেমন ব্যবসা হচ্ছে, ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ কি কি অফার রয়েছে, কেমন অফার দেওয়া উচিৎ, পণ্যের প্রচারণাসহ ব্যবসার বিভিন্ন বিষয়াদি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তুলে ধরবেন তিনি। পাশাপাশি তুলে ধরা হবে দর্শক মতামত, ক্রেতা-বিক্রেতার মন্তব্য, স্টলগুলো সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন, মেলায় আসা নতুন পণ্যের খোঁজ খবরসহ অন্যান্য আয়োজন। স্টুডিওতে থাকা উপস্থাপকের পাশাপাশি অনুষ্ঠানে একাধিক উপস্থাপক থাকবেন। মেলা প্রাঙ্গণ এবং বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দর্শক মন্তব্য এবং স্টল ও পণ্যের খবর তুলে ধরবেন তারা। এছাড়াও মেলায় আগত দর্শক, ক্রেতাদের সঙ্গে মেলা সম্পকিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন তারা।