
নিজস্ব প্রতিবেদক:
সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অন্য দেশের কাছে আর্জি জানানোর দরকার নেই। বর্তমান সরকার তাদের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আজ এ কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নিরাপত্তা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, গুপ্তহত্যার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখছে সরকার।
দেশকে অস্থিতিশীল করার নতুন কৌশল হিসেবে বেগম জিয়া গুপ্তহত্যার পথ বেছে নিয়েছেন। তবে গুপ্ত হত্যাকারীরা ছাড় পাবেনা এবং তাদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত বিরোধীদলের সাথে আলোচনায় বসতে ইউরোপিয়ান পার্লামেন্ট সম্প্রতি যে আহ্বান জানিয়েছে, তা বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে সমালোচনা করেন তথ্যমন্ত্রী।