
স্বরষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার কখনই ক্রসফায়ারের পক্ষে নয় তবে নিজেদের আত্নরক্ষার জন্যই আইনশৃঙ্খলাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়।
শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ দমনে সরকার পুরোপুরি না হলেও অনেকটাই সফল বলেও দাবি করেছেন তিনি।
মন্ত্রী বলেন, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা টার্গেট কিলিং এর সন্দেহভাজন। এই অভিযানে শুধু ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।