
অনলাইন ডেস্ক:
মার্কিন রাষ্টদূত মার্শা বার্নিকাট বলেছেন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দূতাবাসগুলোর অনুরোধে কূটনীতিক পাড়ায় নিরাপত্তা বাড়ানোর কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চারদিনের সফরে বাংলাদেশে গচজব দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ইটড এবং সঙ্গে সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে ১৫ সদসেস্যর বিশেষজ্ঞ দল।
সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনায় উঠে আসে কিভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, যুক্তরাষ্ট্র মনে করছে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সঠিক পথে আছে। সেই সাথে চলমান পরিস্থিতিতে দূতাবাসগুলোর বাড়তি নিরাপত্তা নেয়ার কথাও জানান তিনি।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে মার্কিন মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
এর আগে, সোমবার সকালে বাংলাদেশে আসা এই মার্কিন দলটির সঙ্গে টানা ২ ঘণ্টা বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বাসভবন।
বৈঠক শেষে বিএনপি নেতারা সোজা চলে যান বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে। সেখানেই তুলে ধরেন বৈঠকের বিষয়বস্তু।