সঙ্গীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’

প্রচার- ১৫ই আগস্ট, রাত ১০টা ৫৫মিনিট
উপস্থাপনা- কবি আসাদ চৌধুরী, পরিচালনা- শম্পা মাহমুদ।
কবিতা আর গান নিয়ে সাজানো হয়েছে জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান ‘না ভোলা প্রহর’। অনুষ্ঠানটিতে রয়েছে ২টি গান এবং কবিতা আবৃত্তি। কবি আসাদ চৌধুরী কবিতা আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠানটির উপস্থাপনাও করেছেন। এছাড়া গান দুটি গেয়েছেন শিল্পী সুবীর নন্দী এবং তিমির নন্দী। শম্পা মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১০টা ৫৫মিনিটে এটিএন বাংলার পর্দায়।