সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব

মরমী সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব

৫ সেপ্টেম্বর মরমী শিল্পী আব্দুল আলীমের ৪২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার করা হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। অনুষ্ঠানে অংশ নিয়েছেন আব্দুল আলীমের দুই সন্তান জহির আলীম ও আব্দুল আলীম। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ০৫সেপ্টেম্বর, সকাল ৮.২০মিনিটে এটিএন বাংলায়।