
এটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দেয়া হচ্ছে এবং ভেঙ্গে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি বলেন, কোনো শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সত্যিকারের মুক্তিযোদ্ধা হলে কখনো স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসাতেন না।
বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়ে খালেদা জিয়ার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়াকে তামাশা বলেও অ্যাখ্যা দেন প্রধানমন্ত্রী।