
এটিএন বাংলা ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত রাখার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, ওই রায় দেওয়ার পরে সংসদ সদস্যরা রায়কে অবৈধ বলে যে বক্তব্য দিয়েছেন তা আবেগের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে, এ কারণে সংবিধানের ১৬ তম সংশোধনীকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার দিনই সংসদ অধিবেশনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা। এই রায় সংবিধান পরিপন্থীও বলেন কেউ কেউ।
সাংসদদের এমন মন্তব্যে বিচার বিভাগ আর জাতীয় সংসদ কি মুখোমুখি অবস্থানে চলে গেল? আইনমন্ত্রী বলছেন, সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে আদালত অবমাননা হয় না; আর সাংসদরাও আইনের প্রতি অশ্রদ্ধাশীল নন।
বৃহস্পতিবার রায় দেবার পরই রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চাওয়া হবে। রোববার সেই আবেদন করার পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, শিগগির এই আবেদনের ওপর চেম্বার জজ আদালতে শুনানি হবে।