শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো জোনাক পোকার মত’

এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো জোনাক পোকার মত’ এর শেষ পর্ব। ধারাবাহিকটি ২৬ পর্বেই শেষ হচ্ছে। সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, তারিন, অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকী প্রমুখ।
মানুষের জীবন একটাই। আর এই পৃথিবীটা অনেক সন্দর। এই সুন্দর পৃথিবীতে মানুষ অনেক কিছু আশা করে, স্বপ্ন দেখে। মানুষ আশা করে বলেই বেঁচে থাকে। তোড়া ও নোরা দুই বোন। দুজনেই মা-বাবার আদরের মেয়ে। তোড়া ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে সে বড় ব্যান্ডের নামকরা সিঙ্গার হবে।
ওদের বাটারফ্লাই নামের একটা ব্যান্ডদল আছে। ব্যান্ডদলের মালিক শৈবাল। শৈবাল দারুন লেখে। গানের গলাটাও দূর্দান্ত। সে ভালোবাসে তোড়াকে। কিন্তু তোড়াকে তা বলা হয়ে ওঠেনি। শৈবাল স্বপ্ন দেখে তোড়া একদিন বড় সিঙ্গার হবে, ব্যান্ড সিঙ্গার। যেদিন ও স্টেজে উঠবে সেদিনই সে গান গাইবে, তার আগে না। এই স্বপ্ন নিয়েই তোড়াকে ব্যান্ড সিঙ্গার হিসেবে তৈরি করতে থাকে সে। একদিন তোড়াকে নিয়ে শৈবাল স্টেজে ওঠে। কিন্তু বিধি বাম। তোড়াকে দেখে ভালোবেসে ফেলে কর্পোরেট বিজনেস ম্যান জামান। জামানের প্রেমে সাড়া দেয় তোড়া। তোড়া এবং জামানের মাঝে প্রেম হয়। স্বপ্ন ভেঙ্গে যাওয়াতে কষ্ঠ পায় শৈবাল। বিষয়টি শৈবালের মা জানতে পেরে হার্ট অ্যাটাক করে। আবারও ধাক্কা খায় বৈাল। স্বপ্ন ভেঙ্গে যায় শৈবালের। এরপরই কাহিনী মোড় নেয় অন্যদিকে। শুরু হয় নাটকীয়তা।