
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর তাঁর প্রতি বিশ্ব নেতাদের আস্থারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানে দ্বিপাক্ষিক বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন।
এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগ্রহ দেখিয়েছেন ‘ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান’ নিয়ে। জি সেভেন-এর মতো ধনী দেশগুলোর সম্মেলনে সম্মানীত হওয়ার পর প্রধানমন্ত্রী শুক্রবার যাচ্ছেন সৌদি আরবে।
এদিকে আগামী ৩ জুন শুক্রবার রাষ্ট্রীয় সফরে সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৫ দিনের সেই সফরে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
এছাড়াও, দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ব্যবসায়ীরা সৌজন্য সাক্ষাত করবেন শেখ হাসিনার সঙ্গে। সৌদি সফরে বাংলাদেশের শ্রমবাজার বাড়ানোসহ দুদেশের সম্পর্কোন্নয়ন হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী।