
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলার সম্প্রচার শিডিউলে যুক্ত হয়েছে এ সপ্তাহের ছায়াছবি। দিনের বেলা নিয়মিত ছায়াছবি প্রচারের পাশাপাশি এখন থেকে প্রতি শুক্রবার রাত ১০.৪৫টায় প্রচার হবে ১টি করে বিশেষ ছায়াছবি। দর্শক চাহিদায় নতুনত্ব আনতে প্রচার হবে এ সময়ের জনপ্রিয় সব বাংলা ছায়াছবি। এ সপ্তাহের ছায়াছবি শিরোনামে ০৩ মার্চ রাত ১০.৪৫টায় প্রচার হবে সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত এবং এফআই মানিক পরিচালিত বাংলা ছায়াছবি ‘দুই পৃথিবী’। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, অহনা, আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ।