
এটিএন বাংলা ডেস্ক:
শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক এই শ্লোগানে এটিএন বাংলায় শুরু হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’। দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এ প্রতিযোগিতায়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সেলিম দৌলা খান। প্রচার হবে প্রতি শুক্রবার, সকাল ১১টা ১০মিনিটে এটিএন বাংলা। আজ (২৯ জুলাই) প্রচার হবে উদ্বোধনী অনুষ্ঠান।
গত ২৩ জুলাই রাজধানীর এফডিসিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শিল্পোদ্যোক্তা এম.এ সবুর প্রমুখ। তরুণদের সৃজনশীলতা বিকাশে যথাযথ উদ্যোগ না থাকায় তারা জঙ্গিবাদসহ নানামুখী অশুভ কাজে সম্পৃক্ত হচ্ছে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে তরুণদের সামাজিকীককরণ ও মুক্তবুদ্ধিচর্চায় উৎসাহিত করা সম্ভব। প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও কর্পোরেট সংস্থাসমূহের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারপ করা হয় অনুষ্ঠানে। বছরব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা তারুণ্যের ভাবনা-সমস্যা ও সম্ভাবনা, সুশাসনের চ্যালেঞ্জ, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা, গণতন্ত্রের ভবিষ্যত, জঙ্গীবাদমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় এবং সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতায় অবতীর্ন হবে।