শুরু হচ্ছে ‘আমরাই পারি’ এর সিরিজ-৩

সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কী করে ক্রমেই চরমভাবাপন্ন হয়ে ওঠা আবহাওয়াকে মোকাবেলা করা যায়, তা জানাতেই এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে প্রামাণ্য অনুষ্ঠান ‘আমরাই পারি’ এর সিরিজ-৩। বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষেরা কীভাবে পরিবর্তিত আবহাওয়ার সাথে নিজেদের জীবন ও জীবিকাকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাই উঠে আসবে অনুষ্ঠানটির প্রতিটি পর্বে। আর বিভিন্ন অঞ্চলের মানুষের এই অভিজ্ঞতা ও কৌশলগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খুব সহজেই কাজে লাগাতে পারবেন অনুষ্ঠানটির দর্শকেরা।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি নির্মাণ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। অনুষ্ঠানটি আজ (২০ ডিসেম্বর) থেকে প্রতি রবিবার রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।