
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ (০৩ জানুয়ারি) বিকাল ৫টা ২৫মিনিটে প্রচার হবে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছোটদের পৃথিবী’। লিটন অধিকারী রিন্টু’র পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি ২০০৬ সাল থেকে সপ্তাহিকভাবে অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। শিক্ষার পাশাপাশি শিশু বিনোদনকে প্রাধ্যন্য দিয়ে নির্মাণ করা হয়ে থাকে অনুষ্ঠানটি। পাপেট ও শিশুদের সংমিশ্রনে তৈরী এই সিরিজটি শিশুদের জন্য খুবই গুরত্বপূর্ণ। এটি দেখে শিশুরা খুবই উপকৃত হচেছ, যেমন তারা স্বাস্থ্য, বিজ্ঞান, ইতিহাস ও নৈতিকতা স¤পর্কে জানতে পারছে ও তেমনি শিক্ষাও পাচ্ছে। তারা আরো জানতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের শিশু সংস্কৃতির অজানা অনেক তথ্য। এই অনুষ্ঠানে আরো যে সব বিষয় তুলে ধরা হয় তা হলো বংলাদেশের বিভিন্ন অঞ্চলের লুকিয়ে থাকা শিশু প্রতিভা। বিভিন্ন বস্তুর সৃষ্টির রহস্য জানা, বিভিন্ন খাবারের গুনাবলী উপকারিতা ও অপকারিতা তুলে ধরা, ইসপের গল্প এনিমেশনের অথবা পাপেটের মাধ্যমে তৈরী করে শিক্ষা দেওয়া, সত্য কথা বলা, পড়াশুনায় মনোযোগী হওয়া, ছোটথেকেই কিভাবে সর্ঠিক ভাবে জীবন যাপন করা উচিৎ তাছাড়া ন্যায় ও অন্যায় সম্পর্কে ধারনা দিয়ে এই ধরনের বিষয় বস্তুর উপর ভিত্তি করে গল্প তৈরী করে আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয়। ক্লাসের বাইরেও পরিবার থেকে শিশুরা শিক্ষা গ্রহণ করে থাকে। শিশু বয়সেই একটি শিশু মজার মজার বিনোদনমূলক কর্মকান্ডের মাধ্যমে টিভি অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই বিষয়টিকেই অনুষ্ঠানের নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।