শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহার গান নিয়ে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’

প্রচার-২০ নভেম্বর, রাত ১১টা
অনুষ্ঠানের শিল্পী- আগুন, রোমানা ইসলাম, সানজিতা তিতলী, রেজওয়ান এবং মৃদুলা সমাদ্দার।
উপস্থাপনা- সুবীর নন্দী, পরিচালনা- মুকাদ্দেম বাবু।

তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো, আমার মন বলে তুমি আসবে, তুমি কি দেখেছ কভু, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এরকম অসম্ভব জনপ্রিয় গানের সুরকার সত্য সাহা। ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহনকরা এ সঙ্গীত বিশারদ একাধারে ছিলেন শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।  ১৯৫৫ সালে ‘সুতরাং’ ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি যাত্রা শুরু করেন।

Chirokal-Chirodin-4

মহান এই সঙ্গীতজ্ঞের জনপ্রিয় গান নিয়ে এটিএন বাংলায় আজ (২০ নভেম্বর) রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে বৈঠকী গানের অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন’। সুবীর নন্দীর উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন আগুন, রোমানা ইসলাম, সানজিতা তিতলী, রেজওয়ান এবং মৃদুলা সমাদ্দার। সুবীর নন্দী উপস্থাপনার পাশাপাশি নিজেও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানের গানগুলো হলো, তোমরাই পরশে, এমন মজা হয়না, যার ছায়া পড়েছে, তুমিকি দেখেছ কভু, এ সংসারে কেউনয় আপনজনা, অথৈ জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, কে যেন আমায়, তুমি কখন এসে দাড়িয়ে আছ, আমি যে আঁধারে বন্দিনী, নীল আকাশের নিচে আমি, আকাশের হাতে আছে একরাশ নীল, এই পৃথিবীর উপরে কত ফুল ফোটে আর ঝরে এবং আমাদের দেশটা স্বপ্নপুরী।