
এটিএন বাংলা ডেস্ক:
‘আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে, তোমায় নিয়া ঘর বান্ধিমু গহীন বালুর চরে গো গীন বালুর চরে’ কিংবা ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’ শিল্পী রফিকুল আলমের গাওয়া এসব কালজয়ী গানগুলো শুনলেই মনটা হারিয়ে যায় ঐ অতীদের দিনগুলোতে। যারা এসব গান শুনেছেন তাদের মনটা কেমন যেন আনচান করে ওঠে এসব গানের সুর আবারও একটু শোনার জন্য। সঙ্গীত প্রিয় শ্রোতাদের চাহিদা অনুযায়ী এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ২০মিনিটে প্রচার হচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক সহ নানা ধরণের গান নিয়ে সাজানো হয়ে থাকে একেকটি পর্ব।
এবারের পর্বটি সাজানো হয়েছে শিল্পী রফিকুল ইসলামের অংশগ্রহনে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী। অনুষ্ঠানে আলাপচারিতার পাশাপাশি ৪টি জনপ্রিয় গান গেয়েছেন দর্শকদের জন্য। গানগুলো হলো বৈশাখী মেঘের কাছে, তুমি আমার প্রাণরে বন্ধু, এক হৃদয়হীনার কাছে এবং আশা ছিল মনে মনে। সেলিম দৌলা খান এর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৯ আগস্ট, সকাল ৮টা ২০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।