শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক:

পুরোন ঢাকার নারিন্দায় প্রথম জানাযার পর নূরজাহান বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বাংলার নারী জাগরণের অন্যতম পুরোধা এই ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

সোমবার শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের নারী জাগরণের এই বাতিঘরকে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নূরজাহান বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান জামে মসজিদে। বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কবরের পাশে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।