শর্ত পূরণ হলে ইউক্রেনের সাথে চুক্তিতে ফিরবে রাশিয়া

শর্ত পূরণ হলে ইউক্রেনের সাথে চুক্তিতে ফিরবে রাশিয়া
ইউক্রেনের সাথে বন্ধ হয়ে যাওয়া শস্য চুক্তিতে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছে রাশিয়া। এদিকে, এ চুক্তি কার্যকর না হলে মৃত্যুঝুঁকিতে পড়বে বিশ্বের বহু মানুষ- শঙ্কা জাতিসংঘের।

শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শস্য চুক্তি নিয়ে হওয়া বিতর্কে নিজেদের দাবি তুলে ধরে মস্কো। সংস্থায় নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি জানান, শর্ত পূরণ হলেই চুক্তিতে ফিরবে রাশিয়া।

আর এজন্য রাশিয়ার সার-কৃষি-খাদ্যপণ্য ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান জানান তিনি। সেই সাথে আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা সুইফটে মস্কোকে আবারও যুক্ত করার পাশাপাশি ইউরোপের বিভিন্ন ব্যাংকে আটকে থাকার রাশিয়ার অর্থ ছাড়েরও দাবি জানান পোলিয়ানস্কি।

এর আগে একদফায় শস্য চুক্তির মেয়াদ বাড়ালেও প্রতিশ্রুত নিষেধাজ্ঞা না তোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় মস্কো। এসময় জাতিসংঘের মানবাধিকার সহায়তা বিভাগের নির্বাহী মার্টিন গ্রিফিথ জানান, গেল বছর চুক্তির পর খাদ্য শস্যের দাম ২৩ শতাংশ কমলেও চুক্তি পুনরায় কার্যকর না হলে খাদ্যঝুঁকিতে পড়বে চরম দারিদ্রের মধ্যে বাস করা ৬৯ দেশের ৩৬ কোটি ২০ লাখ মানুষ।