শরণার্থী ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে ইইউ

শরণার্থী ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠকে ইইউভুক্ত দেশগুলোতে কোটা ভিত্তিতে শরণার্থী ভাগ করার নতুন সিদ্ধান্ত অনুমোদন করবেন তারা।
এছাড়া এ জরুরী বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর সীমান্তে কড়াকড়ি ও সিরিয়ার ত্রাণ বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার সিরিয়া থেকে আসা এক লাখ ২০ হাজার শরণার্থীকে কোটা পদ্ধতিতে ইইউভূক্ত দেশগুলোতে ভাগ করে নিতে সম্মত হয় ইউরোপিয়ান ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা।
সমঝোতা অনুযায়ী, শরণার্থীদের ইতালি, গ্রিস আর হাঙ্গেরি থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে সরিয়ে নেয়া হবে। আগামী দুই বছরে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।