
এটিএন বাংলা ডেস্ক:
চীন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে, চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) এবং এটিএন বাংলা’র মধ্যে, প্রামাণ্যচিত্র প্রচার বিষয়ে, একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
এটিএন বাংলা’র পক্ষে ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) এর পক্ষে মি. জিঁয়া জিক্সুয়ান, ভাইস প্রেসিডেন্ট, সিআরআই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং দেশের বিশিষ্ট ব্যবস্যায়ীরা উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় ১লা অক্টোবর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয় প্রামাণ্যচিত্র ‘হ্যালো চায়না’।
১০০ পর্বের এই প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে চায়নার মানুষের জীবনযাত্রা, ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়ন নিয়ে। সংক্ষিপ্ত আকারের অনুষ্ঠানটি প্রচার হচ্ছে সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে। আজ প্রচার হবে অনুষ্ঠানটির ১০০তম পর্ব। আর এই শততম পর্বের মাধ্যামেই এ অনুষ্ঠানের প্রচার শেষ হচ্ছে।