
এটিএন বাংলা ডেস্ক: মৌসুমের শুরু থেকে একের পর এক চমক দেখানো লিস্টার সিটি এবার চেলসিকে হারিয়ে দিয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে ক্লাওদিও রানিয়েরির দল আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল।
ঘরের মাঠে সোমবার রাতে ৩৩তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডির নৈপুণ্যে এগিয়ে যায় লিস্টার সিটি। এবারের ইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড ভার্ডির এটা ১৫ তম গোল।
দ্বিতীয়ার্ধে শুরুতে মাহরেজ লিস্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৭মিনিটে ফরাসি স্ট্রাইকার লোইক রেমি চেলসির হয়ে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে শেষ পর্যন্ত লিস্টারের জয়ের পথে বাধা হতে পারেনি ব্লুজরা।
এই দিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকলো লন্ডনের দলটি, যার দুটিতেই হার। এই জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করা লিস্টারের পয়েন্ট হলো ১৬ ম্যাচে ৩৫। ১৫ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে আছে চেলসি।
আর ষোল ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় এবং ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।