লিবিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস নেতা নিহত

এটিএন বাংলা ডেস্ক: লিবিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের অন্যতম নেতা আবু নাবিল নিহত হয়েছেন। তিনি ওইসাম নাজেম জায়েদ আব্দ আল-জুবায়েদি নামেও পরিচিত ছিলেন।

শনিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয় শুক্রবার ফাত্তাইয়ার দেরনা এলাকায় এই বিমান হামলাটি করা হয়েছিল। পেন্টাগনের মুখপাত্র পিটার কুকে আরো জানান :  আবু নাবিল ছিলেন অন্যতম সিনিয়র নেতা এবং তার নিহত হওয়ার খবরটি মোটামোটি নিশ্চিত।

ইরাকের নাগরিক নাবিল দীর্ঘদিন আল কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন।