লা লিগায় জয় পেল বার্সা ও রিয়াল

এটিএন বাংলা ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার রাতে এসপানিওলকে ৫-০ গোল উড়িয়ে দিয়েছে কাতালানরা। অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। তবে লেভান্তের কাছে ২-১ গোলে হারতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

ন্যু ক্যাম্পে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিক থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে কাতালানদের লিড এনে দেন লিওনেল মেসি। ১ গোলের লিড নিয়ে বিরতীতে যায় বার্সা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের রক্ষনে জোর আক্রমন চালায় তারা। ৫২ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন লুইস সুয়ারেজ। এর ৯ মিনিট পর দারুণ হেডে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড। ৭৪ মিনিটে রাফিনহোর গোলে বার্সার স্কোর লাইন হয় ৪-০। আর ৮৩ মিনিটে ব্রাজিল তারকা নেইমারের গোলে ৫-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। এ জয়ে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতানাল ক্লাবটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।