
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তালুক মৃত্তিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মীম আকতার ও তার বোন একই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুসুম এবং তাদের ভাই ৩য় শ্রেণির শিক্ষার্থী নাইম হোসেনকে নিয়ে পাশের একটি পুকুরে গোসল করতে নামে।
এর এক পর্যায়ে তারা পানিতে ডুবে গেলে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালায় । পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের দল তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।