
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে লাঞ্ছিত সেই প্রধান শিক্ষককে এবার বরখাস্ত করলো স্কুল পরিচালনা কমিটি।
মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত বরখাস্তের ওই চিঠি হাতে পেয়েছেন বলে জানান, স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
চিঠিতে স্বাক্ষরের তারিখ হিসেবে ১৬ মে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, তার অনুপস্থিতির কথা।
শ্যামল কান্তিকে বরখাস্তের চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।