লাক্স এ সপ্তাহের নাটক ‘ভালবাসা সত্য ভালবাসা মিথ্যা’

এটিএন বাংলায় আজ (৯ সেপ্টেম্বর ) রাত ১১ টায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক ‘ভালবাসা সত্য ভালবাসা মিথ্যা’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে শর্মিলি আহমেদ, আনিসুর রহমান মিলন, উর্মিলা, সোমা প্রমুখ।