লাক্স এ সপ্তাহের নাটক ‘অপার আনন্দ’

বিনোদন ডেক্স: এটিএন বাংলায় আজ (১৩ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক ‘অপার আনন্দ’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম, নাজিরা আহমেদ মৌ প্রমুখ।

Opar Anando (1)

৩ বছর পর মিলা বড়বোন পলার অসুস্থতার খবর পেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরে। সে দেশ ছেড়ে গিয়েছিল যখন তার প্রেমিক মাসুদের সাথে বড়বোন পলার বিয়ে হয়। পলা ৩ বছর সংসার করেছে। এর মধ্যে তার কোন সন্তান হয়নি। আবার মাসুদের মনও সে পায়নি। পলা এখন কঠিন বিষন্নতায় ভুগছে। মিলা বোনকে আবারও ভাল করে তুলতে চায়। জানার চেষ্টা করে পলার বিষন্নতার কারণ কি। মাসুদের মুখোমুখি হয়ে বোঝে, সে যেমন মাসুদকে ভোলেনি, মাসুদও এখনও ওকেই ভালবাসে।

মিলা জানতে পারে পলার কোন একটি কষ্ট, একটি কোন বিষয় শুধু নিজের মধ্যে চেপে রেখেছে। একসময় ও পলার মুখোমুখি হয়।