রোয়ানু: সীতাকুন্ডে ঘর চাপায় মা-ছেলের মৃত্যু

এটিএন বাংলা ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে ঘর চাপা ও গাছ ভেঙে চট্টগ্রাম, ভোলা ও পটুয়াখালীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘর চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সলিমপুরে পাহাড়ের পাদদেশে অবস্থিত ওই ঘরের খুটি ভেঙ্গে পড়লে, ঘরচাপায় তারা মারা যান।

ভোলার তজুমদ্দিনে ভোর ৪টার দিকে ঝড়ের তীব্রতা বেড়ে গেলে ঘর চাপায় আকরাম নামে একজন আহত হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এছাড়া গাছ ভেঙে ঘরের ওপর পড়লে মারা যান শশিগঞ্জ গ্রামের রেখা বেগম। সকালে প্রবল ঝড়ো হাওয়ায় ঘর ভেঙে পটুয়াখালী দশমিনার লক্ষ্মীপুর গ্রামের নয়া বিবি নামের এক নারীর মৃত্যু হয়েছে।