
মৌসুম শেষ হতে এখনো কিছু সময় বাকি থাকলেও শুরু হয়ে গেছে দলবদল নিয়ে নানা গুঞ্জন। লিওনেল মেসির সৌদি আরব যাত্রা যেন কিছুটা আগেভাগেই নিয়ে এসেছে দলবদলের উত্তাপ। মেসির মতো আলোচনার কেন্দ্রে না থাকলেও একেবারে পিছিয়ে নেই ক্রিস্টিয়ানো রোনালদোও। সৌদি আরবের ক্লাব আল নাসরে আসার পর ৬ মাস না পেরোতেই শোনা যাচ্ছে রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনও।
সম্প্রতি একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব ছেড়ে ফের ইংল্যান্ডে ফিরতে যাচ্ছেন রোনালদো। যেখানে তাঁর সম্ভাব্য গন্তব্য প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা ক্লাব নিউক্যাসল।
শুধু রোনালদোই নন, পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও ‘ম্যাগপাই’ শিবিরে আসার কথা শোনা যাচ্ছে। এ দুজনের নিউক্যাসলে আসা নিয়ে এবার মুখ খুলেছেন ক্লাবটির কোচ এডি হাও। বলেছেন বড় নাম নয়, সঠিক খেলোয়াড়টিকেই ক্লাবে আনতে চান তাঁরা।