রোনালদোর বাঁ পায়ের জাদুতে সেমিতে আল নাসর

রোনালদোর বাঁ পায়ের জাদুতে সেমিতে আল নাসর
বয়সের দিকে তাকিয়ে ইউরোপের গরম প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে তারা পাড়ি জমিয়েছেন অপেক্ষাকৃত কম প্রতিদ্বন্দ্বিতার লিগে। লিওনেল মেসি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিকানা গেড়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। দুজনেই গোল করে যাচ্ছেন পাল্লা দিয়ে। 

বাংলাদেশ সময় গতকাল সোমবার (৭ আগস্ট) ভোরে মেসি ইন্টার মায়ামির হয়ে আবার জোড়া গোল করেছেন। তার কয়েক ঘণ্টা আগে রোনালদোও বাজিমাত করেছেন সৌদি আরবে। পর্তুগিজ তারকা পরশু রাতে করেছেন বাঁ পায়ের মোহনীয় এক গোল। তাতে তার দল আল নাসরও ৩-১ গোলে মরক্কান ক্লাব রাজা কাসাব্লাঙ্কাকে হারিয়ে উঠে গেছে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে।

প্রাক-মৌসুম প্রস্তুতিপর্ব মিলিয়ে টানা ৫ ম্যাচে গোলহীন ছিলেন রোনালদো। সেই খরা কাটিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে সিআরসেভেন গোল করলেন টানা তিন ম্যাচে। আগের দুই ম্যাচেই হেডে বাজিমাত করা রোনালদো পরশু দেখিয়েছেন বাঁ-পায়ের জাদু। যে পায়ে গোল করতে রোনালদোকে খুম কমই দেখা যায়।

সৌদির প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় রোনালদো-সাদিও মানেদের আল নাসর। তার ফলও তারা পেয়ে যায় ১৯ মিনিটেই। নিজেদের অর্ধ থেকে আল নাসরের ব্রাজিলিয়ান তারকা তালিসকাকে লক্ষ্য করে লম্বা পাস বাড়ান তার এক সতীর্থ। তালিসকা দক্ষতার সঙ্গে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঢুকে পড়েন রাজা কাসাব্লাঙ্কার বক্সে। পরে পাস বাড়ান এগিয়ে আসা রোনালদোর দিকে। বক্সের ভেতরে রোনালদো বল পেয়ে যায় অনেকটা ফাঁকা জায়গায়। সময় নিয়ে বাঁ-পায়ের জোরালো শটে পোস্টের ডান কোণ দিয়ে তিনি বল জড়িয়ে দেন রাজা কাসাব্লাঙ্কার জালে। রোনালদোর এনে দেওয়া এই লিড পেয়ে আল নাসর যেন আরো বেশি মরিয়া হয়ে ওঠে। যার ফল, ২৯ ও ৩৮ মিনিটে আরো দুটি গোল পেয়ে যায় তারা। এই গোল দুটি করেন সুলতান আল-ঘান্নাম ও সেকো ফোফানা। রাজা কাসাব্লাঙ্কা অবশ্য ৪১ মিনিটেই ব্যবধান ৩-১ করে ফেলে আব্দুল্লাহ মাদুর গোলে। কিন্তু ওই পর্যন্তই। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।