
এটিএন বাংলা ডেস্ক: রাজধানীর রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেলের নির্মানাধীন ছাদ ধসে আলতাফ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেক।
এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নির্মাণাধীন হোটেলটির ছাদ ঢালাইয়ের সময় ঢালাই ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায়
নির্মাণ শ্রমিক আলতাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে এখনও নিহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি। নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ও আহতরা চিকিৎসাধীন রয়েছেন।