রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

প্রচার- বৃহস্পতিবার, রাত ১০টা ৫৫ মিনিট
সঞ্চালনা- খন্দকার ইসমাইল, পরিচালনা- আসলাম শিকদার
এটিএন বাংলায় আজ (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এটিএন বাংলা এবং দি বাংলাদেশ মনিটর এর যৌথ আয়োজনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সেরা রন্ধনশিল্পী ২০১৫’। পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন। অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার।
সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্র“পের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্র“প এবং নাদিয়া ফার্নিশার্স।