
এটিএন বাংলায় আজ (৬ ফেব্র“য়ারি) রাত ৮ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে রিয়েলিটি শো ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। প্রতিভাবান নতুন শিল্পীদের মনসুন ফিল্মসের আপকামিং চলচ্চিত্র “দ্যা স্পাই- অগ্রযাত্রার মহানায়ক” চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ প্রদানের জন্য শুরু হয় এই কার্যক্রম। ট্যালেন্ট হান্ট কার্যক্রমের টাইটেল স্পন্সর ড্যানিশ ফুডস লিঃ, পাওয়ার্ড বাই রবি এবং কো স্পন্সর জেলটা মোবাইল। এখন প্রচারিত হচ্ছে ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্টে’র পারফরম্যান্স রাউন্ড। এই রাউন্ডে অংশ নিয়েছেন ৭০ জন প্রতিযোগী। গ্রমিং শেষে প্রতিযোগীরা একক ও দলীয় পারফরম্যান্সে অংশ নিচ্ছেন। গ্র“মিং সেশনে অভিনয় ও নাচের প্রশিক্ষণ দেন রুদ্র মাহফুজ এবং আরিফ। প্রশিক্ষণ শেষে আত্মবিশ্বাসী প্রতিযোগীরা অভিনয়ের পাশাপাশি নাচের পারফরম্যান্সে অংশ নিয়েছেন। পারফরম্যান্স রাউন্ড শেষে ৪০ জন প্রতিযোগী উত্তীর্ন হবেন স্ক্রীন রাইন্ডের জন্য। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে পর্যায়ক্রমে প্রতিটি ধাপে ধাপে ফাইনাল রাউন্ডে নির্বাচিত করা মোট ২৫ জন অভিনয়শিল্পী।
ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’ কার্যক্রমের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাহজারুল আনোয়ার, প্রবীন মিত্র, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ এবং চিত্রনায়িকা বর্ষা। সেলিব্রেটি বিচারক হিসেবে রয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। মনসুন ফিল্মসের আপকামিং চলচ্চিত্র “দ্যা স্পাই- অগ্রযাত্রার মহানায়ক” এর মহরত অনুষ্ঠানে জাঁকজমক পূর্ণ আয়োজনে রিয়েলিটি শো এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।